KBDNEWS : মেহেরপুর জেলাতে প্রতিদিনই বিভিন্ন স’াপনা তৈরী হচ্ছে যেকারনে আবাদী জমির পরিমান বছরে কয়েক হাজার হেক্টর কমে আসছে। এরপরেও জেলাটিতে বেড়েছে কৃষি খাদ্য উৎপাদন। অপরদিকে বাড়ছে জনসংখ্যা, সেইসাথে বাড়ছে খাদ্য চাহিদা। তবে আশার কথা হচ্ছে এসব প্রতিকুলতার মধ্যেও মেহেরপুরে খাদ্য (ধান ও গম) উৎপাদন বেড়েছে। অন্যদিকে ঘাটতি কমে বর্তমানে এই জেলায় খাদ্য উদ্বৃত্তও জেলায় পরিনত হয়েছে বলে KBDNEWSএর অনুসন্ধানীতে জানাগেছে। গত দুই অর্থবছরে জেলার কয়েক হাজার টন খাদ্য উৎপাদন বেশী হয়েছে বলে অনুসন্ধানীতে আরো জানাগেছে। এবিষয়ে এক কৃষিতথ্যে জানাগেছে খাদ্য ঘাটতির অভিশাপ থেকে জেলাটি এরই মধ্যে বেড়িয়ে এসেছে। এদিকে কৃষি সমপ্রসারন অফিস মনে করেন কৃষকদের উৎপাদিত ফসলের ন্যয্যমুল্যে নিশ্চিতকরনে স’ানীয় বাজার তারা যৌত্তিকভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে কৃষি বান্ধব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষকদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে বিভিন্নভাবে ইতিবাচক কাজ করে যাচ্ছেন এমনটি জানাগেছে। এদিকে একপি পরিসংখ্যান বলছে মেহেরপুরে যেভাবে আবাদযোগ্য জমি ব্যবহার হচ্ছে ইমারত,পুকুর খনন, রাস-ার উন্নয়ন,বাগান,গোডাউন, বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান,ইটভাটা, কলকারখানা এতে করে ২০৪১ সাল পর্যন- চলতে থাকলে কৃষি বা আবাদী জমির মহাসংকট দেখা দেবে। যেকারনে আগাম কয়েক দশকে কঠিনভাবে গবেষণা বা বিবেচনা করে কৃষি জমির ব্যবহার নিশ্চিত করতে হবে। নইলে কৃষি খাদ্য ঝুকিতে পড়বে দেশ এমনটাই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।