KBDNEWS(০৪-১১-১৬)ঃ মেহেরপুরে চারদিন ব্যাপী আয়কর মেলা-১৬ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুওে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে কুষ্টিয়া কর কমিশনারের পরিদর্শী যুগ্ম-করকমিশনার মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে আয়কর মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল আসলাম, মেহেরপুর আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এম.এম শাহিন ইব্রাহিম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো: আশকার আলী, মেহেরপুর সার্কেল সহকারী কর কমিশনার শামসুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠিত চারদিন আয়কর মেলায় সরকারি অফিস ও জেলার সকল ব্যবসায়ীগন এতে অংশগ্রহন করেন।