গাংনী খাদ্য গুদামে চাউল ক্রয় চলছে

kushtia-rice-pic

আমিরুল ইসলাম অল্ডাম : গাংনীতে সরকারীভাবে খাদ্য গুদামে চাউল ক্রয় শুরু হয়েছে।চুক্তিবদ্ধ মিলাররা গুদামে চাউল বিক্রি করছেন।চলতি বোরো মৌসুমে সরকারী ভাবে চাউল ক্রয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে ৭ শ’৯৯ মেঃ টন অর্থ্যাৎ ১৫ হাজার ৯শ’ ৮০ বস্তা।ইতোমধ্যে ৬ হাজার বস্তা চাউল ক্রয় করা সম্ভব হয়েছে।গত ৩০ সেপ্টেম্বর চাউল ক্রয়ের সময়সীমা পার হলেও মিলারদের অনুরোধে সময়সীমা বাড়িয়ে চাউল ক্রয় অব্যাহত রয়েছে।সরকারী সিদ্ধান্ত অনুযায়ী এবছর ৩২ টাকা কেজি দরে চাউল ক্রয় করা হচ্ছে।
এব্যাপারে গুদামের ওসিএলএসডি নজরুল ইসলাম জানান, সরকারী নিয়ম অনুযায়ী চাউল ক্রয় করা হচ্ছে। গুদামে চাউল ক্রয়ে অনিয়ম হচ্ছে বলে দুজন মিলার আব্দুল খালেক ও আব্দুল আলীম উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলেও পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
খাদ্যগুদামে চাউল ক্রয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান জানান, সরকারী নিয়ম মেনে চাউল ক্রয় করা হচ্ছে। নিম্ম মানের চাউল ক্রয় করা হবে না। ড়্গমতা্‌সীন দলের নেতাদের অনুরোধে কোনরকম খারাপ চাউল ক্রয় করা হচ্ছেনা।

Post a Comment

Previous Post Next Post