মুহম্মদ মহসীন,মেহেরপুরঃ দেশের পশ্চিমাঞ্চলীয় কৃষি প্রধান জেলা মেহেরপুর এখানে সঠিক পরিকল্পনার অভাবে জেলাটি অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে উঠতে পারছে না। মেহেরপুরে হাজারো সম্ভাবনা থাকলেও সেই সুযোগটাকে কাজে লাগাতে পারছেনা যেন কেউ। যেকারনে অর্থনৈতিক সমৃদ্ধায়নে সেইভাবে সৃষ্টি হয়নি দীর্ঘদিন থেকে ক্ষুদ্র,মাঝারী ও ভারী শিল্প কল-কারখানা। সুতরাং ৬৮% শিক্ষিত মানুষ আজ অনেক ক্ষেত্রে দেশের অন্যান্য জেলার চাইতে পিছিয়ে আছে। মেহেরপুরের সাথে ঢাকার যোগাযোগ অনেকটাই ভাল এবং সহজ। তাই জেলাটিতে গড়ে উঠতে পারে পাটশিল্প, কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা ছাড়াও নিত্য প্রয়োজনীয় সব পন্যের শিল্প কলকারখানা গড়ে তোলা খুবই সহজ। এবিষয়ে শ্রমিক নেতা এম এ কুদ্দুছ বলেন আমাদের জেলাটিতে রয়েছে বিপুল পরিমাণ শ্রমশক্তি, এখানে প্রয়োজন শুধুমাত্র শ্রমশক্তিকে কাজে লাগানো। অন্যদিকে দেশে যখন কোন না কোন জেলাকে বর্তমান সরকার বিশেষ জোন হিসাবে ঘোষণা দিয়ে সৃষ্টি করছে কলকারখানা তখন মেহেরপুরে শিক্ষিত বেকারত্বের হার বেড়েই চলেছে। আমাদের রাজনীতি যেন গরীবের ভাগ্য ফেরাবার জন্য নয়। এবিষয়ে মেহেরপুর উন্নয়ন ফোরামের সেক্রেটারী আতাউর রহমান এই প্রতিবেদককে বলেন মেহেরপুর শিল্প নগরী বিসিক এর কর্মকর্তাদের দায়িত্বশীলতা দেখাতে হবে এবং কিভাবে শিল্প কলকারখানা মেহেরপুরে সৃষ্টি হতে পারে সে বিষয়ে শতভাগ ভুমিকা রাখতে হবে। তিনি আরো বলেন সময়ের প্রয়োজনীয়তাই সৃষ্টি করতে হবে শিল্প প্রতিষ্ঠান।
শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে মেহেরপুর অঞ্চলটি অর্থনৈতিক কেন্দ্র হতে পারে
byWeb Master
•
0