আমিরুল ইসলাম অল্ডাম : গাংনীতে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ওলকচু ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধানখোলার মহিষাখোলা সামসুল মিয়া আম বাগানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ রুহুল কবীর।এসময় বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রইচইদ্দীন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরম্নল ইষলাম অল্ডাম,সাংবাদিক মাজেদুল হক মানিক, কৃষিবিদ আঃ সোবহান, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্য রফতানী করা হচ্ছে। ধান-চালের পাশাপাশি আমাদের সবজি চাষের দিকে নজর দিতে হবে।লাভজনক আবাদের দিকে চাষীদের ঝুঁকতে হবে। দেশী ও মাদ্রাজী ওলকচু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আহবান জানান। মহিষাখোলার সফল চাষী আনিসুর রহমানের দেশী ও মাদ্রাজী জাতের ওলকচু চাষ অনুকরণীয় বলে কৃষকদের উদ্বুদ্ধ করার আহবান জানান।
অনুষ্ঠানে মহিষাখোলা ও ধানখোলা গ্রামের ৭০ জন কৃষক-কৃষানী অংশগ্রহন করেন।
আমিরুল ইসলাম অল্ডাম