স্টাফরিপোটার : উত্তমকৃষি ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তার জন্য পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন কর্মসূচির আওতায় মেহেরপুরে লাউ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মেহেরপুর সদর উপজেলার ধোসারপাড়া গোপালপুর গ্রামের মাঠে কৃষাণ কৃষাণীদের নিয়ে এই মাঠ দিবস হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডীদাস কুন্ড। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস,এম মোস্তাফিজুর রহমান ও বারাদী হটিক্যালচার-এর উপ-পরিচালক জাহিদুল আমিন। অনুষ্ঠানে এলাকার কয়েকশ কৃষাণ-কৃষাণী এই মাঠ দিবসে অংশগ্রহন করে।পরে প্রদান অতিথি পাঠ পরিদর্শন করেন।