KBDNEWS : কোরবানিকে সামনে রেখে মেহেরপুর জেলার গরুর হাটগুলো জমে উঠেছে। কোরবানীর আর মাত্র কয়েকদিন বাকী। তাই শেষ মুহুর্তে ক্রেতারা ভিড় করছে হাটগুলোতে। দাম বেশি হওয়ায় ক্রেতারা হতাশ।
কোরবানি আসন্ন। তাই ক্রেতা বিক্রেতারা ছুটছে পশুর হাটে। এবার ভারতীয় গরুর আমদানী না থাকায় দেশীয় গরু বিক্রি হচ্ছে হাটগুলোতে। এলাকায় অনেক গরু থাকলেও বেশী দামের আশায় অধিকাংশ গরু চলে যাচ্ছে দেশের বড় বড় হাটগুলোতে। ফলে এবার স্থানীয় হাটে গরুর দাম বেশী। যার কারনে ক্রেতারা সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে হিমসিম খাচ্ছে।
গরু ব্যবসায়ী আইনাল হোসেন বলেন, গতবার য়ে গরু ২৫-৩০ হাজার টাকায় কিনেছি সে গরু এবার ৩৫-৪০ হাজার টাকা করে কিন্থে হচ্ছে গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি।
ক্রেতা আজিজুল হক বলেন, গরু এবার কোরবানী দেওয়ার জন্য কিনেছি গতবারের তুলনায় এবার গরুর দাম বেশি।
ক্রেতা সিরাজ আলী বলেন, এবার আমি কোরবানী দেবো বলে হাটে গরু কিনতে এসেছি এসে দেখি গরুর তুলনায় দাম অনেক বেশি । তবে এবার দাম বেশি হওয়ায় মধ্যেত্তিদের নাগালের বাইরে চলে গেছে। তাই এবার ঈদে কোরবানী দিতে আমাদের একটু কষ্ট সাধ্য হবে। আবার অনেকে জানান এবার ঈদে কোরবানী দিতে অনেকে হিমশিম খাচ্ছে।
কয়েকজন ইজারাদাররা জানান, ঈদ কে সামনে রেখে হাটে গরু আসছে প্রচুর । কিন’ বেচাকেনা অনেক কম। বেচাকেনা কম হওয়ায় গরু রিটান যাচ্ছে আর রিটান গরু বেশির ভাগ রাজধানী ঢাকার হাটে চলে গেছে।
মেহেরপুর জেলার হাট মালিকরা জানান, এবারের হাটে পশু বেচাকেনা কম হওয়ায় হতাশ তারা।