স্টিাফরিপোটার: সরকারের কৃষি মূলনীতির কারনে কৃষি ক্ষেত্রে দেশে আজ বিপ্লব ঘটছে, জমির পরিমান দিন দিন কমে গেলেও খাদ্যশষ্যর উৎপাদন বাড়ছে। কৃষককে সুব্যাবস্থাপনার মধ্যে নিয়ে অসতে পারলে কৃষিতে কৃষকের অল্প বিনিয়োগে বেশী লাভ করতে পারবে। শুক্রবার বিকেলে মেহেরপুরে সদর উপজেলার হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। তিনি আরো বলেন সরকারের দেওয়া উন্নত জাতের বীজ চাষ করে চাষীরা অর্থনৈতিকভাবে বেশী লাভবান হবে। দেশের ৯০ ভাগ মানুষই কৃষি কাজের সাথে জড়িত তাই কৃষক ভাল থাকলেই দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা সম্ভব। অনুষ্ঠানে সভাপত্বি করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার এ.কে.এম. কামরম্নজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা স্বপন কুমার খাঁ, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ। এসময় সেখানে উপসি’ত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ.কে আজাদ সাগর, সদর উপজেলার যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন।
মেহেরপুর সদর উপজেলার ৬৪৫ জন চাষীকে সরিষা বীজ, ১২১০ জনকে ভুট্রা ও ১৯০ জনকে মুগডালের বীজ এবং সার বিতরন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আব্দুর রকিব।