সাটাফরিপোটার (০৯-০৮-১৬): মেহেরপুরে মাঠ দিবস উদযাপন উপলড়্গে আমঝুপি মউক-এর সহযোগিতায় ইউএসএইড অর্থায়নে ইবি ও ফিড দি ফিউচার বাংলাদেশ রাইস ভেলু চেইন প্রজেক্ট-এর আওতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান রোপন উদ্ধোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার কালাইডাঙ্গা গ্রামের মাঠে এই এলাকার ৯জন কৃষকের ৬ একর জমিতে ধান রোপন করা হয়। উদ্ধোধন করেন সদর উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান। মাঠ দিবসে আরো উপসি’ত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা শওকত উসমান, মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম, ইবি যশোরের হাব ম্যানাজার একেএম ফেরদৌস।এ সময় শত শত কৃষক মাঠদিবসে উপসি’ত ছিলেন।