স্টাফরিপোটার (২৭/০৮/১৬) ঃ কথায় কথায় চাকুরি ছাটাই বন্ধ, সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরি, ওষুধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকুরির সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ন সহ ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে ফার্মাসিউপকেল রিপ্রেজেন্টেটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)।
আজ শনিবার দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি সেলিম রেজা। প্রধান অতিথী ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাসুদুল আলম। বক্তব্য রাখেন ফারিয়ার যশোর জেলার সাধারন সম্পাদক সোহেল বিশ্বাস, ঝিনাইদহ জেলার সাধারন সম্পাদক রাসেল কবির, কুষ্টিয়া জেলার সাধারন সম্পাদক ইমরুল কায়েস, চুয়াডাঙ্গা জেলার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারিয়া মেহেরপুরের সাধারন সম্পাদক আতিকুর রহমান।
বক্তারা বলেন, মুল্যস্ফীতির সাথে সামঞ্জস্য অনুযায়ী সকল প্রকার ভাতা প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সরকারী সকল ছুটি প্রদান, কাজের সময় ৮ ঘন্টা করা এবং অতিরিক্ত সময় কাজ করলে উক্ত কাজের পরি শ্রমিকরে দাবী জানান তারা। মানববন্ধনে জেলা ফারিয়ার সকল সদস্যরা অংশ নেয়।