জেলেদের পরিচয় পত্র বিতরন করছেন এমপি ফরহাদ হোসেন।
স্টাফরিপোটার: মেহেরপুরে প্রকৃত জেলেদের মাঝে পরিচয়পত্র পদান করা হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ হল রুমে জেলা মৎস্য বিভাগ আয়োজিত পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ মেজবা হুল হক, খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান মানিক প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এলাকার ৫৯৬ জন প্রকৃত জেলের হাতে পরিচয়পত্র তুলে দেন।
প্রধান অতিথি ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন- এক সময় প্রতিনিয়তই জেলেরা নাজেহাল হতেন। কারণ তাদের কোন পরিচয় পত্র ছিলো না। কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা ছিলো না। সরকার যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছে। ঠিক তেমনি জেলেদের জন্য সরকার এমন কিছু ভাবছেন। এ কারণেই সরকার জেলেদের পরিচয় পত্র তুলে দিচ্ছেন। রাত জেগে মাছ ধরে বাড়ি ফেরার সময় পরিচপত্র থাকার কারণে পুলিশও নাজেহাল করতে পারবে না।