মহেরপুরের গাংনীতে পাটের ন্যায্য মূল্যে’র দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারক লিপি প্রদান

 

kbdnews(২৮-০৮-১৬) ঃ মেহেরপুরের গাংনীতে পাটের ন্যায্য মূল্যে’র দাবিতে স্বারক লিপি দিয়েছে ওয়ার্কার্স পার্টি। আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাট ও বস্ত্র মন্ত্রীর কাছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামানের মাধ্যমে এ স্বারক লিপি দেয়া হয়। এসময় মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, কমরেড আব্দুর রশিদ, কমরেড হাসেম আলী, কমরেড তৈয়ব আলী, কমরেড মজনুল হক, কমরেড আরজ আলী, কমরেড আজিজুল হক, কমরেড কমতাজ বেগম সহ নেতা কর্মীরা উপসি’ত ছিলেন।
পাট এর সর্ব নিম্ন মূল্যে অত্মত ৩২শ টাকা প্রতিমন, সার ও কটিনাশক ভেজাল মুক্ত করে এ মুল্যে কমানো সহ বেশ কয়েক টি দাবি জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post