স্টাপরিপোটার: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ২০১৫-১৬ অর্থ বছরের বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এককালীন অনুদানের চেক ।২৭টি সরকারী ও বেসরকারী স্বেচ্ছাসেবক ও এনজিও প্রতিষ্ঠানের মাঝে ১২ লড়্গ ৬৯ হাজার ৫শত টাকা বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম, মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, সদর সমাজসেবা অফিসার জহির উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা সমব্যয় অফিসার প্রমুখ। চেক গ্রহনকারী সকল সরকারী ও বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠান সমাজের প্রতিবন্দী, তাতশিল্প, মহিলাদের সেলাই প্রশিক্ষন প্রদান, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য, অসহায় দুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকেন।