স্টাফরিপোটার ঃ মেহেরপুর সদর উপজেলার ইমলামনগর বটতলার মাঠ থেকে ট্রান্সফারমার চুরি হয়েছে। এলাকা সূত্রে জানা যায়- বুধবার রাতে ইসলামনগর গ্রামের মাঠ থেকে মেহেরপুর পলস্নীবিদ্যুৎ সমিতির আওতায় তিনটি ট্রান্সফারমার চুরি হয়। গ্রাহক পর্যায়ের ট্রান্সফারমার গুলো হলো- ইউপি সদস্য আবুল কাশেমের ১৫ কেবি, আব্দুল মোতালেবের ১৫ কেভি, হারুন-উর রশিদের ৫ কেভি ট্রান্সফারমার। রাতে সঙ্গবদ্ধ চোরের দল চুরি করে নিয়া গেছে। এতে চাষীদের মাথায় হাত। আনুমানিক মূল্যে ২ লাখ টাকার অধিক। এই মোটর ৩টির আওতায় ২০০ একর জমি আবাদ হয়। এই চুরি হাবার কারণে সামনে বৌর মৌসুমে চাষের ব্যঘাত ঘটবে বলে চাষীরা জানান।