মুহম্মদ মহসীন,মেহেরপুরঃ মেহেরপুরের কৃষক কৃষিতে ভাগ্য ফেরাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস- কৃষকদের আন্দোলন ক্ষমতার পালাবদল নয় তারা মনে কৃষিকাজের মাধ্যমেই জমিতে উৎপাদিত হবে ফসল, সুখ উঠবে ঘরে, প্রজন্মরা পাবে শিক্ষা সেইসাথে বাঁচার অধিকার। তাই কৃষকরা কৃষি ও খাদ্যে স্বয়ংসম্পুন্নতা অর্জনের লক্ষে এবং খাদ্য নিরাপত্তার জন্য কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একই জমিতে বছরে তিনটি ফসল উৎপাদনের উপর বিভিন্ন কৃষিসেবা প্রতিষ্ঠানের কাছ থেকে হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছে। কৃষকরা শিখছে সঠিক জাত নির্বাচন, বীজতলায় সার সহ আদর্শ বীজতলা তৈরী, সুষম সারের ব্যবহার,লাইন ও লোগো পদ্ধতিতে অল্প বয়সী চারা রোপন, অডউ পদ্ধতিতে সেচ ব্যবস’া ও সমন্বিত বালাইনাশক ব্যবস’া অনুসরণ করে স্বল্প খরচে আধুনিক ফসল কিভাবে উৎপাদন করতে হয়। এবিষয়ে আশরাফপুরের প্রানি-ক কৃষক রমজান, রাইপুর গ্রামের কৃষক লুৎফর, কোলা গ্রামের আলম এই প্রতিবেদককে বলেন আধুনিক প্রযুক্তিতে ফসলের উৎপাদন বেড়েছে। এই সমস- কৃষকরা আরো মনে করেন স’ানীয় কৃষিব্যাংক শাখাগুলো সরকারী নীতিমালা অনুসরন করনে কৃষকের সহায়ক হিসাবে শতভাগ দায়িত্বশীলতা দেখাতে পারতো তাহলে সাধারন কৃষক আর্থিক বন্দীদশা থেকে বেরিয়ে আসতে পারতো। এদিকে স’ানীয় কৃষিবিদরা মনে করেন বিভিন্ন সরকারী বেসরকারী কৃষি বিভাগগুলো যদি এভাবে কৃষকদের কৃষিকাছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর প্রশিক্ষন ধারাবাহিক চালাতে থাকে তাহলে কৃষিকাজে মেহেরপুর সাফল্য অবশ্যই আসবে। কৃষি বিষয়ককে নিয়ে এক অনুসন্ধানীতে দেখা গেছে গত এক দশক আগের চাইতে কৃষিকাজে কৃষকদের মধ্যে শিক্ষা গ্রহণ করার হার বাড়ছে। অন্যদিকে এবিষয়ে স’ানীয় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর (চলবে)