স্টাফরিপোটার : মেহেরপুরে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে ৪ দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। শুক্রবার বিকেলে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের হল রুমে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এস.এম মোসত্মাফিজুর রহমান, প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ.এইস.এম জালাল উদ্দীন আকবর, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, সদর উপজেলা প্রশিক্ষণ অফিসার এ.কে.এম কামরুজ্জামান। প্রশিক্ষণে জেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও এনজিও কর্মকর্তারা উপসি’ত ছিলেন।