kbdnews ডেক্স : দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে দুর্নীতি
দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। পিআরও জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে কয়েকশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাঁকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত কয়েক মাসের বিশেষ অভিযানে কমিশন দুর্নীতির অভিযোগে বিভিন্ন মামলায় ১০০ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই সরকারি কর্মকর্তা।