মেহেরপুরের গাংনী পৌরসভা এলাকায় প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে তিনটি রাসত্মার নির্মাণ কাজের উদ্বোধন

3[1]

মেহেরপুর প্রতিনিধিঃ গুরম্নত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আই ইউ আই ডি পি)’র আওতায় মেহেরপুরের গাংনী পৌরসভা এলাকায় প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে তিনটি রাসত্মার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে গাংনী মেয়র আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে রাসত্মা তিনটির কাজের উদ্বোধন করেন। এসময় গাংনী পৌর সভার প্রকৌশলী জামিউল ইসলাম, সহকারী প্রকৌশলী শামীম রেজা, ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক সালে উদ্দীন আহমেদ আবলু, ১ নং ওয়র্াডের কাউন্সিলর রবিউল ইসলাম, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, তিন নং ওয়র্াডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, ৪ নং ওয়র্াডের কাউন্সিলর আসেল উদ্দীন, ৫ নং ওয়র্াডের কাউন্সিলর আসাদুজ্জামান বাবলু, ৬ নং ওয়র্াডের কাউন্সিলর নবীর উদ্দীন, ৭ নং ওয়র্াডের কাউন্সিলর বদরম্নল ইসলাম বদু, ৮ নং ওয়র্াডের কাউন্সিলর সাইদুর রহমান, সংরক্ষিত নারী সদস্য ফিরোজা খাতুনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণমান্য ব্যাক্তিরা উপসি’ত ছিলেন।
রাসত্মা গুলো হুলো ১ নং ওয়র্াডের বাঁশবাড়িয়া বাজার থেকে কলোনীপাড়া, একই ওয়ার্ডের্র বাঁশবাড়িয়া পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির অফিসের সামনে থেকে প্রাথমিক বিদ্যালয় ও বাঁশবাড়িয়া দক্ষিণপাড়া রাসত্মার পিচ রাসত্মা। এসব রাসত্মা গুলোর উন্নয়ন হওয়ায় এলাকার মানুষের চলাচলের পথ সুগম হয়েছে।

Post a Comment

Previous Post Next Post