শরিফ মাহমুদ:পবিত্র মাহে রমজানে বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে কুষ্টিয়ায় ন্যায্যমূল্যে খোলা বাজারে চিনি বিক্রি কার্যক্রম শুরম্ন করেছে কুষ্টিয়া চিনিকল কর্তৃপক্ষ। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে ন্যায্যমূল্যে চিনি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে বাজারে ৬০ টাকা কেজি দরে সাদা চিনি বিক্রি হচ্ছে। কুষ্টিয়া চিনিকলে উৎপাদিত আখের চিনি কুষ্টিয়া শহরের ১০টি পয়েন্টে খোলা বাজারে ৫২ টাকা দরে বিক্রি করা হবে। পর্যায়ক্রমে জেলার ৬টি উপজেলাতেই বিক্রি হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ কার্যক্রম চলবে রমজানের শেষ দিন পর্যনত্ম।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুুজিব উল ফেরদৌস, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার (প্রশাসন) রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অর্থ) জোনাব আলী, জেনারেল ম্যানেজার (কৃষি) আব্দুল খালেক প্রমুখ।