স্টাফরিপোটার :(০৪/০৫/২০১৬) ঃ “জিংক ধান করলে চাষ পুষ্টি পাবে বারো মাস” এ শেস্নাগানকে সামনে রেখে সাউথ-ওয়েস্ট সীড প্রডিউচার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সসপাব) অ্যান্ড হারভেস্ট পস্নাস বাংলাদেশ এর যৌথ আয়োজনে মেহেরপুর সদর উপজেলার রায়পুর খাঁপাড়া গ্রামের মাঠে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬৪ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় ও মঙ্গলবার বিকেল ৫ টায় ২দিন ব্যাপী অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এস.এম মোসত্মাফিজুর রহমান। সসপাব-এর সভাপতি ইসলাম জোর্য়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরম্নজ্জামান, হারভেন্ট পস্নাস বাংলাদেশের কৃষি উন্নয়ন ও গবেষনা কর্মকর্তা আলহাজ মোঃ সাইফুল ইসলাম। সসপাব মেহেরপুরের প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহীনুর রহমান মানিকের উপস’াপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, সসপাব মেহেরপুরের সাধারণ সম্পাদক হারম্নন অর রশিদ, সাংগাঠনিক সম্পাদক মোঃ ইমাদুল হক, সদস্য আখতার হোসেন প্রমুখ।
এর আগে সেখানে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬৪ কাটা ও মাড়াই করা হয়।