KBDNEWS ডেস্ক :আফগানিস্তানে দুইটি বাস এবং একটি তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণলায়ের মুখপাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি। গতকাল রোববার স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে গজনি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণের শহর কান্দাহারের সংযোগকারী মহাসড়কে দুটি বাস ও একটি জ্বালানি ট্যাংকারের সংঘর্ষ হয়। এতে তিনটি গাড়িতেই আগুন ধরে যায় এবং এগুলো ভস্মীভূত হয়ে যায়। আহতদেরকে গজনি প্রদেশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদুল্লাহ আহমাদি অ্যাসোসিয়েট প্রেস নিউজ এজেন্সিকে জানান, বেপরোয়া গাড়ি চালানোর কারণেই ঐ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার কাজে সাহায্য করে।