আ. রাজ্জাক শেখ, রূপসা (খুলনা) প্রতিনিধি : পূর্ব শক্রতার জের ধরে উপজেলার খাজাডাঙ্গা গ্রামের একটি মৎস্য ঘেরে কিটনাশক প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার মাছ মারা গেছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আ. আজিজ লস্করের পুত্র জসিম লস্কর (৩০) এর মৎস্য ঘেরে গত ৪ মে রাতে কেবা কারা কিটনাশক প্রয়োগ করে। এতে রম্নই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের সাদা মাছ মারা যায়। যার আনমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে ভুক্তভোগি জানায়।