ঝিনাইদহ প্রতিনিধি : কোটচাঁদপুরে একটি প্লাস্টিক কাটিং কারখানাতে আগুন লেগে প্রায় ৭ লাখ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মিরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা মোড়ে অবস্থিত মেসার্স কামাল টেডার্সর্র্ নামে প্লাস্টিক কাটিং কারখানায় মেশিনে কাজ করার সময় আগুন লাগে। এসময় ঘটনাস্থল থেকে ৫মিটার দূরে অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনের কর্র্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের শিখা পাশে এ প্রতিষ্ঠানের তুলার গোডাইনে ছড়িয়ে পড়ে প্রায় সব কিছুই ভস্মীভূত হয়ে যায়। এ ব্যাপারে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার প্রদীপ কুমার ম-ল এ প্রতিনিধিকে জানান, প্রকৃত ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা মুশকিল।