১৫ মাসে অর্ধকোটি টাকার রাজস্ব আদায়
বি এম রাকিব হাসান, খুলনা ব্যুরো : খুলনার বাগেরহাটের ফকিরহাটে অবসি’ত কাটাখালী হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫মাসে ২২৭০টি মামলা দায়ের এসময় ৩০৭ট অবৈধ যানবাহন আটক করে ভ্রম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে কয়েক কোটি টাকার রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয় তাদের কঠোর অবস’ানের ফলে মহাসড়কে অবৈধ নছিমুন করিমুন ভটভটি সহ বিভিন্ন থ্রী-হুইলার নামক অবৈধ যানবাহন চলাচল অনেকাংশে বন্ধ হয়েছে। কাটাখালী হাইওয়ে থানা এবং খর্ণিয়া পুলিশ ফাড়ির যৌথ অভিযানে এমামলা গুলি দায়ের হয়েছে। এধারা অব্যাহত থাকলে সড়ক দুর্ঘটনা উত্তর উত্তর কমে আসবে বলে সচেতন মহল মন-ব্য করেছেন।
জানা গেছে, বাংলাদেশ হাইওয়ে পুলিশ কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান ফারাজী সংশ্লিষ্ট থানায় যোগদান করার পর হতে অবৈধ নছিমুন করিমুন ভটভটি সহ বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন। তারা মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহন আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা ছাড়াও ভ্রম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করতে সক্ষম হয়েছে। একারণে উক্ত সড়কে আগের তুলনায় অবৈধ যানবাহনের সংখ্যা কমে আসতে শুরু করেছে। সুত্র মতে ঝালকাঠি পিরোজপুর মঠবাড়িয়া খুলনা বাগেরহাট মংলা গোপলগঞ্জ যশোর ও সাতক্ষীরা বিশাল এলাকা নিয়ে হাইওয়ে থানার কার্যক্রম পরিচালিত হয়। এত বড় বিশাল এলাকা হওয়া সত্তেও স্বল্প সংখ্যাক জনবল নিয়ে কাজ করতে তাদের নানামুখী সমস্যা হয়। চাহিদার তুলনায় লোক ও জনবল সংকট, গাড়ীর সমস্যা সহ একাধিক সমস্যা থাকার কারণে তাদের সিমাহীন দুর্ভোগে পড়তে হয়। তার পরেও তারা অক্লান- পরিশ্রম করে তাদের দায়িত্বে অতন্দ্র প্রহরীর মত কার্যক্রম পরিচালনা করছে। সরেজমিনে তদন- করে দেখা গেছে, ২০১৫সালের ১লা এপ্রিল হতে ২০১৬সালের ৭এপ্রিল পর্যন- সময়ের মধ্যে কাটাখালী এই থানায় ১১৮৭টি নন এফআইআর মামলা রুজু হয়েছে। এসময় ৩০৭টি অবৈধ নছিমুন করিমুন আটক করে ভ্রম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে সরকারী রাজস্ব আয় বৃদ্ধি করতে সক্ষম হয়। ২০১৫সালের ১০মাসে শুধু মাত্র ৮৫৩টি এবং ২০১৫সালের ৫মাসে ৩৩৪টি মামলা দায়ের হয়েছে। এছাড়া খণিয়া পুলিশ ফাড়িতে ২০১৫সালের ১লা মার্চ হতে ২০১৬সালের ১০এপ্রিল পর্যন- মোট ১০৮৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১০৭৯ টি প্রসিকেশন এবং ৮টি নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে খণিয়া ফাড়ির ইনচাজ এসআই সাপুর মাহম্মুদ এপ্রতিবেদক-কে অবহিত করেছেন। এদিকে একটি সুত্রে জানা গেছে, শুধু অবৈধ যানবাহনের বিরুদ্ধেই অভিযান তারা করেনী, তারা সড়ক মহাসড়কের পার্শ্বে অবৈধ ইট বালু কাঠ ব্যাবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যাবস’া গ্রহন করেছেন। সম্প্রতিক সময়ে জনগন-কে সচেতন করার জন্য মাইকিং করে তাদের রাস-ার উপর হতে ইট বালু কাঠ সরিয়ে নেওয়ার জন্য প্রচারনা করে। এছাড়া পুলিশিং কমিটির মিটিং ডেকে জনগনকে আইন কানুন সম্পর্কে সচেতন করায় জনগন উপকৃত হয়েছে। এব্যাপারে কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান ফারাজীর সাথে আলাপ করা হলে তিনি বলেন জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। তাই মহামান্য হাইকোটের র্নিদ্দেশ মোতাবেক মহাসড়ক হতে থ্রী-হুইলার নছিমুন করিমুন ভটভটি চলাচল বন্ধ করা জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ধারা অব্যাহত রাখার জন্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের সাথে সাথে জনগণের সহযোগীতাও কামনা করেছেন।