মালিক সমিতির স্মারকলিপি প্রদান
খুলনা ব্যুরো: খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান-এর দপ্তরে তাঁর সাথে মতবিনিময় করা এবং তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর পোল্টি ও প্রাণিসম্পদ উন্নয়নে অর্থ বরাদ্দের দাবীতে বি পি আই এ’র খুলনা বিভাগীয় কমিটি, খুলনা পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির নেতৃবৃন্দের ১৩ দফা প্রস্তাব ও দাবী সম্বলিত মঙ্গলবার স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে-খুলনা বিভাগসহ দেশের পোল্ট্রি ও ডেয়ারীর উন্নয়নে পোল্ট্রির বাচ্চা, খাদ্য ও ওষুধের মূল্য সহনীয় করা, কৃষির মত পোল্ট্রি ও ডেয়ারী শিল্পে খামারী ও ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান, বীমা প্রথা চালু, ক্ষতিগ্রস্থ খামারী ও ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, পোল্ট্রি ডেয়ারী গণনা/শুমারীর মাধ্যমে ডিম, মুরগীর মাংস ও দুধের চাহিদার আলোকে উৎপাদন, সরবরাহ, বাজার ব্যবস্থাপনা, রোগ-ব্যাধি নিয়ন্ত্রণ ও নিরাময়, কৃষিজ-ভিলেজ ও লাইভ স্টক এলাকা স্থাপন, পোল্ট্রি ও ডেয়ারী শিল্পের জন্য পৃথক ব্যাংক করাসহ কৃষির উপখাত পোল্ট্রি ও ডেয়ারী শিল্পের উপর নতুন কোন করারোপ না করে আগামী ২০১৯-২০ইং সাল পর্যন্ত কর মুক্ত ঘোষণার দাবী জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুলাহ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, খুলনা বিভাগীয় mgš^qKvix এস এম সোহরাব হোসেন, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের খুলনা প্রতিনিধি শেখ রেজানুল ইসলাম, খুলনা সমিতির সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, সাবেক সভাপতি মোঃ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক তপন পাল, নির্বাহী সদস্য শেখ আইনুল হক, শেখ আব্দুল হালিম, মোঃ তরিকুল ইসলাম, জসিম ফরাজী প্রমুখ নেতৃবৃন্দ।
উলেখ্য, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের খুলনা বিভাগীয় শাখা কমিটি ও খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতি যৌথভাবে ২৬ এপ্রিল থেকে ০৬ মে পর্যন্ত খুলনা বিভাগসহ দেশের পোল্ট্রি, ডেয়ারী ও মৎস্য শিল্পের উন্নয়নের গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে অদ্যকার স্মারকলিপি প্রদান করা হয়।