মেহেরপুরে কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক আম ধ্বংস করেছে-- জেলা প্রশাসন

 কেমিক্যাল

 কেমিক্যাল

স্টাফরিপোটার : মেহেরপুরে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক এক ট্রাক আম ধ্বংস করেছে জেলা প্রশাসন। বুধবার রাত ৯ টার দিকে সদর উপজেলার আমঝুপি গ্রামের একটি বাগান থেকে ট্রাক ভর্তি আম জব্দ করে পরীড়্গা-নীরিড়্গার পর রাত সাড়ে দশটার দিকে তা ধ্বংস করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান জানান, আমঝুপি গ্রামের জোয়ার্দ্দার পাড়ার একটি বাগান থেকে অপরিপক্ক আম ট্রাক ভর্তি করে ঢাকায় নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান দল সেখানে পৌছানোর আগেই আম মালিক ও ট্রাক চালক আম ভর্তি ট্রাক ফেলে পালিয়ে যায়। আমগুলো পরীড়্গা করে অপরিপক্ক ও কেমিক্যাল দিয়ে পাকানো বলে সিদ্ধানত্ম দেন কৃষি কর্মকর্তারা। এর প্রেড়্গিতে জেলা প্রশাসকের সিদ্ধানত্ম মোতাবেক রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে আমগুলো ধ্বংস করা হয়।
অভিযুক্ত আম মালিককে চিহ্নিত করে তার বিরম্নদ্ধে আইনগত ব্যবস’া গ্রহণের প্রস’তি চলছে। এছাড়াও অপরিপক্ক আম বাজারজাত ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান।

Post a Comment

Previous Post Next Post