KBDNEWS : মেহেরপুরের মুজিবনগরে আম উৎপাদনের আধুনিক কলাকৌশলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কি কারণে আমের ফুল ও ফল ঝরে যায় এবং তার প্রতিকারের বিষয়ে আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকতর্রারা। সভাপতিত্ব করেন গাজিপুর ফল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মদন গোপাল সাহা। প্রধান অতিথি ছিলেন গাজিপুর কৃষি গবেষনা ইনিষ্টটিউটের পরিচালক (সাপর্ট সার্ভিস) ডঃ বিরেন কুমার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষনা ইসষ্টিটিউটের কিটতত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ সৈয়দ নজরম্নল ইসলাম। এছাড়াও উপসি’ত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরম্নজ্জামান, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখ্খারম্নল ইসলাম। এতে শতাধিক কৃষক কৃষাণী অংশ নেয়। ফল বিভাগ উদ্যানতত্ব গবেষনা কেন্দ্র বাংলাদেশ কৃষি ইনষ্টিটিউট গাজিপুর এ মাঠ দিবসের আয়োজন করে।