কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : বাংলাদেশে বেসরকারী খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরম্নত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়েছে।
গত ৩০ মার্চ ওসমানি স্মৃতি মিলনায়তনে, শিল্প মন্ত্রনালয় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ-এর নিকট হতে “রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-১৪” গ্রহণ করেন বিআরবি গ্রম্নপের চেয়ারম্যান দেশবরেন্য শিল্পপতি সিআইপি আলহাজ্ব মোঃ মজিবর রহমান।
এ পুরস্কার অর্জন করায় বিআরবি গ্রম্নপের চেয়ারম্যানকে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, কুষ্টিয়া বড়বাজার ব্যবসায়ী সমিতি, কুষ্টিয়া প্রেসক্লাব, স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিক, ব্যাংক-বীমার প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।