সাতক্ষীরা প্রতিনিধি: কৃষিকাজে নারীদের অবদান ও কৃষিশ্রমে নারীদের ন্যায্য মজুরি প্রদানের লক্ষ্যে সাতক্ষীরায় প্রান্তিক কৃষক ও জমির মালিকদের নিয়ে এক র্যালি ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে সদর উপজেলার গাভা কলেজ মাঠে এ কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের পাথওয়েজ প্রকল্পের আয়োজনে ও ফিংড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদেব চন্দ্র ঘোষের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। সমাবেশে অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শশাংক কুমার মন্ডল প্রমুখ।