আদমদীঘিতে পুকুরে বিষপ্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

আদমদীঘিতে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির ছাতিয়ানগ্রামের নিমাইদীঘি এলাকায় পৃথক দু’টি মাছচাষ পুকুরে বিষপ্রয়োগ করায় রুই, কাতলা সিলভারকার্প, মাগুরসহ বিভিন্ন জাতের প্রায় দেড় শতাধিক মণ মাছ মরে গেছে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী আজিজুর রহমান জানান।
জানা যায়, সান্তাহার ঘোড়াঘাট এলাকার আজিজুর রহমান নিমাউদীঘি গ্রামের বাড়িকগাছা ও কলাকান্দিয়া নামক সোয়া ৪ বিঘা জলার দুটি পুকুর লীজ গ্রহণ করে তাতে দেশিয় ও বিদেশি রুই, কাতলা, শিং, মাগুর পাঙ্গাস, সিলভারকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। এবার ঐ দুই পুকুরে দেড় শতাধিক মণ বড় মাছ রাখেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কে বা কারা একই সাথে দুই পুকুরে বিষ প্রয়োগ করলে ব্যাপক ক্ষতি হয়।

Post a Comment

Previous Post Next Post