মেহেরপুরে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন

উন্নয়ন

 ষ্টাফরিপোটার :  জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় মেহেরপুরে ৫দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় ব্যাবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার মেহেরপুর শহরের কুটুমবাড়ী কনভেশন সেন্টারে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে নাসিব মেহেরপুর জেলা শাখার সভাপতি নাইমুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দীয় কমিটির সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নরুল গণী সোভন সিআইপি। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর বিসিকের উপপরিদর্শক রবিউল ইসলাম, নাসিবের ঢাকা জেলা শাখার সভাপতি মোহাম্মদ মুনিরউজ্জামা? স্বপন, বিসিকের সাবেক ডিজিএম প্রশিক্ষক মনজুরুল হক। প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৩০ জন অংশ গ্রহন করছেন।

Post a Comment

Previous Post Next Post