জবাব নিবে কিন্ত কবে
প্রশ্ন এমন থাকছে তো
স্বাস্থ্য বিভাগ তল উপরে
অনেক কিছুই ঢাকছে তো।
বৈধ কাগজ ছাড়াই বেচে
সাপ্লাই পানি আচ্ছা তো
ওদের কাছে স্বাস্থ্য বিভাগ
হয় না কে সাচ্চা তো।
পানির মান যাচাই হবে
বলছে সেটা সবাই তো
থাকতে আইন এমন কেন
সেটাই আজ ভাবায় তো।