আমিরুল ইসলাম অল্ডাম: মেহেরপুরের গাংনীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার সকালে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ বাস্তবায়ন এপিএ’এর লক্ষ্য মাত্রা অর্জনের লক্ষে সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো‘এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার(ভুমি)রাহাত মান্নান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা(রেজা), প্রভাষক আমিরুল ইসলাম, নাসির উদ্দীন,তেতুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজানা আলী। সভায় সরকারী কর্মকর্তা কর্মচারী,ইউপি সদস্য সদস্যা,ইউপি সচিব,এনজিও প্রতিনিধি,শিক্ষক,সাংবাদিকসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।