Tuesday , May 11 2021
Breaking News
Home / বাংলাদেশ / দুর্ঘটনা / মেহেরপুর-মুজিবনগর সড়ক দুর্ঘনা ৪জন নিহত, আহত-১৫

মেহেরপুর-মুজিবনগর সড়ক দুর্ঘনা ৪জন নিহত, আহত-১৫

সড়ক দুর্ঘনাসড়ক দুর্ঘনা

KBDNEWS:মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কের চকশ্যামনগর নামক স্থানে পিকনিক বাস ও আলমসাধুর মধ্যে মুখমুখি সংঘর্ষে ৪জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধায় মেহেরপুর শহরে বঙ্গবন্ধুর জন্মদিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো নাজমুল খা(৪৫), আনিস আলি(৩৫), তুফান আলি(৩২) ও টুকু(৩১),নিহতরা সকলে  জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রাজশাহী ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় পতিত পাবনার কৌসিক পরিবহন পিকনিকের বাসটি মুজিবনগর পিকনিক শেষে ফিরে আসার পথে অপরদিক থেকে আসা আলমসাধূও মুখমুখি এ দুর্ঘনা ঘটে।উত্তেজিত জনতা বাসটি পুড়িয়ে দিয়েছে।

 

Check Also

কর্মহীন মানুষের

মেহেরপুরে মহামারী করোনায় কর্মহীন মানুষের মাঝে আওয়ামী যুবলীগের উদ্যোগে বিনা মূল্যে শাকসবজি বিতরণ কর্মসূচী

Kbdnews  ঃ মেহেরপুরে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে লক ডাউন এর কারনে দিনমজুর, স্বল্প আয়ের দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *