গাংনীতে স্বনির্ভর করণ ও দারিদ্রতা বিমোচনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-২ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা কর্মীদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের সঞ্চিত অর্থের ৪০% অর্থের চেক প্রদান করা হয়েছে। আটটি ইউনিয়নের মোট ৮০ জন মহিলাকে ২৭ লাখ ২২হাজার ১২১ টাকার চেক ও সনদ পত্র প্রদান করা হয়।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এলজিইডির আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এ চেক ও সনদ বিতরণ করেন। প্রতিজন কর্মীকে তাদের সঞ্চয়ি হিসেব থেকে গড়ে ৩৫ হাজার টাকা মুল্যমানের চেক প্রদান করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নানসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।