বিএম রাকিব হাসান, খুলনা ব্যুরো : খুলনায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রথম গ্রহণ করলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালকের কক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এ ভ্যাকসিন গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুবুল আলম সোহাগ বলেন, সিটি মেয়রের পর একই স্থানে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাও করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন।
বুধবার খুলনায় এসে পৌছেছে করোনার টিকার এক লাখ ২৫ হাজার ডোজ। আজ বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে সাধারণ মানুষের মাঝে প্রয়োগ শুরু হয়েছে।
খুলনা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, শুধুমাত্র যারা প্রথম ডোজ দিয়েছেন তাদের মোবাইল ফোনে যাওয়া এসএমএসের তারিখ অনুযায়ী দ্বিতীয় ডোজ নির্দিষ্ট কেন্দ্র থেকে নিতে পারবেন।