আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউপির হিজলবাড়ীয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফিন(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফিন হিজলবাড়ীয়া দড়্গিন পাড়া গ্রামের আকাশ আলীর ছেলে ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু রাফিন তার মায়ের সাথে বাড়ির অদূরে একটি পুকুরে গোসল করতে যায়। মা পুকুরের একপাশে কাপড় পরিস্কার করছিলেন। রাফিন মায়ের অগোচরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। মা হঠাৎ খেয়াল করে তার সনত্মান কে দেখতে না পেয়ে খুজতে থাকে। একপর্যায়ে স’ানীয়রা তাকে পুকুরের পানির মধ্যে খুজতে থাকে। পানির তলদেশ থেকে রাফিনের মরদেহ উদ্ধার কওে উপজেলা স্বাস’্য কমপেস্নক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। একমাত্র শিশু পুত্রকে হারিয়ে পরিবাওে শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান ঘটনা শুনেছি ঘটনাস’লে পুলিশ পাঠানো হয়েছে।