
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হেরাত প্রদেশে চেকপয়েন্টের কাছে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিস্ফোরণে আরও দু’জন আহত হয়েছেন। স্থানীয় একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র মোহাম্মদ রফিক শিরজাই সংবাদ মাধ্যম সিনহুয়াকে বলেন, সকালে প্রাদেশিক রাজধানী হেরত শহরের উপকণ্ঠে কামার কালাঘে এই ঘটনা ঘটে। নিহত এবং আহত পুলিশদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এবং নিহত ব্যক্তিদের স্বজনদের খুব দ্রুত অবহিত করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা ।এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও তালেবান জঙ্গি সংগঠনকে দায়ী করেছেন আফগান কর্মকর্তারা।