কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পেসেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে লাইসেন্স দেওয়ার কার্যক্রম আন্দোলনের মুখে বাতিল ।গতকাল মঙ্গলবার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিস্ট্রার সুরাইয়া বেগম স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সংক্রান্ত কমিটির কার্যক্রম প্রশাসনিক কারণে বাতিল করা হলো। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।এর আগে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পেসেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন/লাইসেন্স দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করে নার্স সংগঠনগুলো। তারা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রারসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। পরে তাদের দাবির মুখে এ পরীক্ষা বাতিল করা হয় বলে নার্স নেতারা জানান।