মিয়া পারভেজ আলম (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলড়্গে অনুষ্ঠিত হয়েছে “এম,এ খায়ের স্মৃতি” জাঁকজমকপূর্ণ আট দলীয় ভলিবল টুর্নামেন্ট। “ডাঃ মনসুর স্মৃতি সংসদ” এর আয়োজনে শুক্রবার সকাল ১১টা হতে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কাহালপুর হাইস্কুল মাঠে। প্রতিটি দলে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশ গ্রহণে গ্রমীণজনপদের বিশাল এ মাঠে অত্যনত্ম উপভোগ্য-মনোজ্ঞ খেলা অনুষ্ঠিত হয়। অত্যনত্ম শৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ খেলা দেখে আনন্দে মেতে ওঠে হাজার হাজার দর্শক। দিন বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শকের আগমন। বিকাল নাগাদ প্রায় পঞ্চাশ হাজার লোকের সমাগম হয় বলে অভিমত প্রকাশ করেন এর আয়োজক কমিটি ও দর্শক। অনেকে বলেন, ঐতিহ্যবাহী কাহালপুর হাইস্কুল মাঠে এধরনের সুস’্য সংস্কৃতি পূর্বে হতো নিয়মিত। দীর্ঘদিন পরে এ আয়োজন হওয়ায় মানুষ সুস’্য সংস্কৃতির প্রতি আবার আকৃষ্ঠ হয়েছে। নতুন প্রজন্মকে নেশা বা অসুস’্য সংস্কৃতি থেকে ফিরাতে এ ধারা অব্যাহত রাখতে সমাজের দয়িত্বশীলদের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলেও জানান অনেকে।
খেলায় অংশ নেয়া ৮’টি দল হলো-মোলস্নারকুল ভলিবল স্পোর্টিং ক্লাব, ঘোনাপাড়া ভলিবল স্পোর্টিং ক্লাব, টুঙ্গিপাড়া ভলিবল দল, ব্যানাপোল ভলিবল স্পোর্টিং ক্লাব, নড়াইল জেলা ভলিবল স্পোর্টিং ক্লাব, বুড়িগাংনী স্পোর্টিং ক্লাব, মোংলা পোর্ট ভলিবল দলদল ও এসবি যুব সংঘ। এ সংবাদ লেখা পর্যনত্ম খেলা চলমান থাকায় জয়-পরাজয়ের বিষয় উলেস্নখ করা সম্ভব হলো না।
দর্শক জনসমুদ্রে রূপ নেয়া জাতীয় দলের খেলোয়াড়দের অংশ গ্রহণে এ খেলার প্রধান অতিথি জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি।
খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এছাড়া বিশেষ অতিতি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, খুলনাস’ মোলস্নাহাট কল্যান সমিতির সভাপতি মোঃ মোর্শেদ উদ্দিন মিয়া, ইউপি চেযারম্যান মোঃ মশিউর রহমান মিয়া ও আবুল বাশার মোলস্না।
ডাঃ মনসুর স্মৃতি সংসদের সভাপতি মোঃ মনিরম্নজ্জামান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন লিটন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির একানত্ম সচিব মোঃ আমিনুল ইসলাম পলাশের সার্বিক তত্বাবধানে এ খেলায় উপসি’ত ছিলেন, প্রেসক্লাব মোলস্নাহাটের সভাপতি অধ্যড়্গ শিকদার মোঃ জিননুরাইন, আ’লীগ নেতা অধ্যড়্গ এল জাকির হোসেন, আ’লীগ নেতা শহীদ মেহফুজ রচা, মোঃ ফারম্নক হোসেন মোলস্না, হাসান মোলস্না হায়দার, জিকরম্নল আলম, আজাদ সিকদার, নজরম্নল ইসলাম মিল্টন, এশিয়ান টিভির পরিচালক রেজাউল করিম মলিস্নক টুটুল, প্রেসক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন ও শেখ রফিকুল ইসলাম, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শেখ সোহাগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল মিয়া প্রমূখ।
উলেস্নখ্য, ক্লাবের প্রধান উপদেষ্টা ও জাতির জনক বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এম এম ওবায়দুর রহমানের পিতার নামে অত্র “ডাঃ মনসুর স্মুতি সংসদ” প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক যুগ ধরে খেলাধুলাসহ মানুষের সকল ধরনের সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে।