স্টাফরিপোটার : মেহেরপুরের মুজিবনগরে সড়কের উপর বালি রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । আজ বুধবার বিকেল ৫ টা দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর- মেহেরপুর প্রধান সড়কের পাশে বালি রেখে চলাচলের বিঘ্ন সৃষ্টি করার মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, প্রধান সড়কের পাশে বালি রেখে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে দারিয়াপুর গ্রামের মৃত ওয়াছেদ আলির ছেলে মনিরম্নল ইসলামের কাছ থেকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)আইন ২০০৯ এর ৮৯ ধারা অনুযায়ী প্রধান সড়কের পাশে বালি রেখে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মুজিবনগর থানার এস আই বাবলু ও সঙ্গীয় ফোর্স নির্বাহী ম্যাজিস্ট্রেট কে সহযোগীতা করেন।
Check Also
ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি
খুলনা ব্যুরো: বাগেরহাটের ফকিরহাটে শারমিন সুলতানা প্রিয়া (২৪) নামের এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলা …