মানসম্মত শিক্ষার প্রসারে মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষার বিভাগের সমন্বয় সভা ২০২০
কবি নজরুল শিক্ষা মঞ্জিল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
২০২১ খ্রি: মানসম্মত শিক্ষার প্রসারে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগের সমন্বয়ে আলোচনা সভাটি সুন্দর ও সার্থক হয়েছে। যথাসময়ে প্রধান অতিথি ZOOM আইডি তে উপস্থিত থেকে তার মূল্যবান বক্তব্য ও সুচিন্তিত পরামর্শ আমাদের অনুষ্ঠানটি কে সাফল্যমন্ডিত করেছেন।সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সবার কাজ সুন্দরভাবে সমাপ্ত করেছেন।
অথিতিবৃন্দ:-
প্রধান অতিথি:
•জনাব ফরহাদ হোসেন এম.পি(মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী)।
বিশেষ অতিথি:-
•জনাব মোহাম্মদ মাহফুজুল হোসেন(জেলা শিক্ষা অফিসার, মেহেরপুর)।
•জনাব মোঃ ফজলে রহমান।(জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মেহেরপুর)।
•জনাব মোঃ আনোয়ার হোসেন(উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মেহেরপুর)।
•জনাব মোঃ আপিল উদ্দিন (উপজেলা শিক্ষা অফিসার,মেহেরপুর সদর)।