ছবি Kbdnews-১,২ ও ৩ ঃ মেহেরপুর জেলা আইনজীবিদের সমাবেশে বক্তব্য রাখছেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মনোনীত প্রার্থীরা মেহেরপুর জেলা আইনজীবি সমিতি নির্বাচন-২০২১-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আজ শনিবার মেহেরপুর জেলা বিএনপি’র উদ্দ্যোগে মেহেরপুর জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে বিজয়ীদের সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরম্নন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরম্নল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক এ্যাডঃ মারুফ আহম্মেদ বিজনসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মাসুদ অরুন বলেন এ বিজয় আইনের শাসন প্রতিষ্ঠা সংগ্রামে এবং অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধারে সাহসী ভুমিকা রাখবে।