শান্তির শ্লোগানে
——–মো: আবু লায়েছ লাবলু
সবুজ শ্যামল এই বাংলাদেশ কত সুন্দুর,
আমার তোমার জন্মভূমি, এই মাটির মা কত মধুর।
ভালবাসার নীড় বুনতে চাই বাবুই পাখির মত
দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দেশকে ভালবেসে
গড়েছি দেশের স্থাপনাযত।
এখানে হাজারো চকাচকি আনন্দে নীল আকাশে উড়াল দেয়,
সমুদ্রের বুকে পাল তুলে নো-ভ্রমনে ঘুরে বেড়ায়।
যেন কোন সহমর্মীতার কমতি নেই,
মানুষে মানুষে প্রেম হৃদয় ছুয়ে আছে।
কিত্ম বাস্তবে তার ভিন্ন চিত্র ফুটেছে,
দেশে রক্তচুষা শুকুনের আবির্ভাব হয়েছে।
তাই দেশজুড়ে শ্লোগান স্বাধীন দেশে ভিন্নমতের স্বাধীনতা চাই,
দেশের অশুভ শক্তি নিপাত যাক, কোলহল মুক্ত সমাজ চাই।
আমার মুক্তিযোদ্ধা পিতা, পাক সেনাদের নির্যাতন দেখেছে,সয়েছে,
দেশকে ভালবেসে মুক্তিযুদ্ধ করেছে,
দেশের স্বাধীনতা এনেছে, বিশ্ব জগতের দৃষ্টিতে।
দেশ এখন স্বাধীন , গণমানুষ সর্বসত্মরে ন্যায় বিচার চাই,
গণতন্ত্র উপভোগ করবে বলেই দেশকে ভালবাসি,ভালবাসি।
হে বর্তমান প্রজন্মকে বলছি,
তোমরা মুক্তিযোদ্ধ্ার অনুপ্রেরনায় জেগে উঠো
শান্তির শ্লোগানে,সত্যের শেস্নাগানে—-
এই দেশকে বাসযোগ্য করে গড়ে তোল।
কবি পরিচিতি: প্রধান শিক্ষক , বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, মেহেরপুর। জাতীয় কবিতা পরিষদ,জেলা শাখা, মেহেরপুর ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর প্রচার সম্পাদক। মুঠোফোন-০১৭১৬৪৩৫৩৯৮।