জাহিদ হাসান খান : অদ্য ০২/১২/২০২০ খ্রিঃ তারিখে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, মেহেরপুর হতে মোঃ মতিয়ার থানদার পিতাঃ মৃতঃ মহাসিন থানদার গ্রামঃ চাঁদবিল ডাকঘরঃ আমঝুপি জেলা মেহেরপুর কে ০২ বছরের সাজা দিয়ে প্রবেশন মঞ্জুর করেন। তিনি মাদক মামলার আসামি ছিলেন তার সি,আর মামলার নং ১৬৫/২০১৭ । নিম্ম আদালতে তার সাজা হয়েছিল ০৩ (তিন) বছর। উচ্চ আদালতে আপিল করে প্রবেশনে যাওয়ার সুযোগ পান। প্রবেশনে থাকাকালীন সময়ে তিনি সমাজসেবার প্রবেশন অফিসারের তত্তাবধানে থাকবেন। প্রবেশন অফিসার (মোঃ সাজ্জাদ হোসেন) প্রতি ৩ (তিন) মাস অত্মর অত্মর আদালতকে অগ্রগতি প্রতিবেদন প্রেরণ করবেন।
