ছবি: শরিফ মাহমুদ
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : স্বাস্থ্য বিধি মেনে চলি, নিজে ও পরিবার নিরাপদে থাকি। এই প্রত্যয় নিয়ে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ওয়েব মোকাবেলায় জনসচেতনতার লক্ষ্যে বাংলাদেশ দরিদ্র উন্নয়ন সংস’ার পক্ষ থেকে কুষ্টিয়া শহরের বিভিন্ন স’ানে সার্জিক্যাল মার্কস বিতরণ করা হয়েছে।
গতকাল করোনাভাইরাস জনসচেতনতায় মজমপুর, সাদ্দাম বাজার,হাসপাতাল মোড়সহ কু্ষ্টিয়া শহরের বিভিন্ন স’ানে এ মার্কস বিতরণ করা হয়।
এ সময় উপসি’ত ছিলেন সংস্থার কু্ষি্টয়া জেলা সভাপতি সাব্বির আহমেদ, কার্যকরি সদস্য আলমুন হোসাইন,সুজন পারভেজ ও নাইম ইসলামসহ আরো অনেকেই।
একঝাঁক তরম্নণ মেধাবী যুবকদের সমুন্বয়ে গঠিত, বাংলাদেশ দরিদ্র উন্নয়ন সংস’া, কুষ্টিয়া জেলা শাখা সমাজ সেবাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে একের পর এক ভূমিকা রেখে চলেছে। যার ফলে এই অরাজনৈতিক সামাজিক সংগঠনটি সুনামের পাশাপাশি সর্ব মহলে ব্যাপক গ্রহন যোগ্যতা পেয়েছে।