খুলনা ব্যুরো: খুলনার বয়রাস’ পূজাখোলা শ্মাশানঘাট এলাকায় ময়ূর নদী দখল করে অবৈধ স’াপনা নির্মানের অভিযোগ উঠেছে। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগে উলেস্নখ করা হয়, খুলনার বয়রাস’ পূজাখোলা শ্মশানঘাট সংলগ্ন ময়ূর নদীর জায়গা দখল করে জনৈক গফ্ফার বিলাস বহুল একটি বাড়ী ও মার্কেট নির্মান করেছে। এছাড়া মাদক ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফলে কলা গাছ বনে যায় গফ্ফার। ধীরে ধীরে গড়ে তোলা একটি সন্ত্রাসী বাহিনী। তার বাহিনীর অন্যতম সদস্য রবিউল, আকবর, মুজিব সহ অন্যান্যরা মিলে চাঁদাবাজি, মাদক ও জায়গা দখলের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। একই সাথে একাধিক নারী কেলেঙ্কারীর ঘটনাও রয়েছে। গফ্ফার ও তার বাহিনীর ভয়ে এই এলাকার নারীরা চলাফেরা করতে পারছেনা।
খুলনা সিটি কর্পোরেশনের পড়্গ থেকে বলা হয়েছে, ময়ূর নদীর অবৈধ দখলাদার বিরম্নদ্ধে অভিযান চলমান রয়েছে। তবে করোনা কারণে একটু ধীর গতি থাকলেও অবিলম্বে সকল অবৈধ স’াপনা উচ্ছেদ করা হবে।
