রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ঃ মাদকদ্রব্য নিয়ন্রন অধিদপ্তরের প্রস্তাবমতে ঔষুধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা এবং ফার্মেসী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্রনে আলন ২০১৮ এর ৬৫ ধারা মোতাবেক উক্ত আইনে ” খ” শ্রেনীর মাদকদ্রব্য টার্পেন্টাডল কে সিডিউলভুক্ত করায় বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি গাংনীর উদ্দোগে এবং গাংনী থানার সহযোগিতায় গাংনীর মুক্তি ক্লিনিকে রবিবার রাত ৯ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয় । গাংনী কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সমিতির সাংগঠনিক সম্পাদক এস এন খাইরুল আলম গাজরএর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
( ওসি) ওবায়দুর রহমান , গাংনী থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান সমিতির সম্পাদক শহিদুল ইসলাম, বামুন্দী শাখার সভাপতি সাইদুর রহমান, নাজমুল হুদাসহ গাংনী উপজেলার ঔষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন । প্রধান অতিথির বক্তব্যে গাংনী থানার অফিসার ইনচার্জ ( ওসি) ওবায়দুর রহমান বলেন, এটা একটি সচেতনামুলক অনুষ্ঠান । তিনি বলেন পুলিশ সুপার সাহেবের দপ্তরে মিটিং এর অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান । বিভিন্ন মাদকদ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য ব্যবহার যাতে কেউ না করতে পারে সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানান । মাদকের বিস্তার যাতে না ঘটে সেজন্য নুতন করে টর্পেন্ডাটল কে নিষিদ্ধ করে প্রচারনার অংশ হিসেবে আজকের এই প্রচারনা । এতদিন এটা ব্যাথার ঔষুধ হিসেবে ছিল কিন্তু এটা নেশা জাতীয় হওয়ায় এখন
নিষিদ্ধ করা হয়েছে । গত জুন মাসের ৯ তারিখে এটা খ শ্রেনীর মাদকের তালিকাভুক্ত হয়েছে । তিনি ঔষুধ ব্যবসায়ীদের এই মাদকের ঔষুধসহ সকল প্রকার নেশাজাতীয় ঔষুধ বিক্রয় না করতে আহবান জানান । তিনি বলেন এই সমাজ আমাদের এই সমাজ কে মাদকমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে । আপনারা জীবন রক্ষাকারী ঔষুধের ব্যবসা করেন, আবার জনগনকে সেবা প্রদান করেন সুতরাং আমাদের সন্তানদের হাতে কোন নেশাজাতীয় ঔষুধ তুলে দেবেন না । সামান্য লাভের জন্য আপনারা এই নীতিহীন কাজ করবেন না । সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের সন্তানদের জন্য কারো হাতে মাদক বা নেশাজাতীয় ঔষুধ তুলে দেবেন না । লাইসেন্স ছাড়া ব্যবসা করবেন না, অবৈধ্য কোন ঔষুধ দোকানে রাখবেননা । পুলিশ আপনাদেরকে সব রকম সহযোগিতা করবেন । আপনারা যদি কখন ও হয়রানির শিকার হন তবে আমাদের জানাবেন
আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ।