বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার সকালে তাদের আটক করা হয়।
অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোফাজ্জেল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অবৈধপথে সীমান্ত পার হয়ে পাঁচজন বাংলাদেশি ভারতে প্রবেশের সময় ১৭/৭ এস এর মেইন পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- খায়রুল ইসলাম (৩৫), জনি হাওলাদার (২৫) , আব্দুস সালাম (৩০), মোস্তফা কামাল (৩০), ফারুক হোসেন (২৭)। এদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর ই এলাহী অবৈধপথে পাঁচ বাংলাদেশি যুবক ভারতে প্রবেশের সময় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।