মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রাম নামক রোড থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহণের পেছনের বক্সের, চটের বস্তার মধ্যে থাকা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। গত শুক্রবার রাতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদারা খানের নির্দেশক্রমে সদর থানার এসআই ইকবাল এসআই কোহেতুর মোল্লা, কনস্টেবল জামিরুল হক ও হাবিবুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
মেহেরপুর থানার ওসি শাহদারা খান জানান, আমাদের কাছে সংবাদ আসে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড় থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহণ করে ঢাকায় ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে। তারই সূত্র ধরে আমরা বন্দর গ্রামের হাইওয়েতে চেকপোস্ট বসিয়ে গাড়িটি তল্লাশি করি এবং পিছনের বক্সে থেকে চটের বস্তার মধ্যে ১শ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এর সাথে যারা জড়িত আছে তাদের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেয়া হবে।